যাত্রা শুনতে গিয়ে গণধর্ষণের শিকার বালুরঘাটের তিন কিশোরী!

যাত্রা শুনতে গিয়ে গণধর্ষণের শিকার বালুরঘাটের তিন কিশোরী। অভিযোগ, সালিশি সভা ডেকে ঘটনা মিটিয়ে নিতে চাপ দেন স্থানীয় এক তৃণমূল নেতা। অপমানে, লজ্জায় আত্মঘাতী এক কিশোরী। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা আরেক কিশোরীর। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এগারোই ডিসেম্বর রাতে চৌমহনী খেলার মাঠে যাত্রার আসর বসে। তিন বান্ধবী যাত্রা শুনতে যায়। যাত্রা শুরু হওয়ার আগেই গ্রামেরই তিন যুবক তাদের জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করে ওই তিন যুবক আলমগির সরকার, শামিম সরকার ও আক্রম সরকার। চোখে পড়ে যায় স্থানীয় সিভিক ভলান্টিয়ার্সদের। ছজনকে নিয়ে আসা হয় স্থানীয় পুলিস ক্যাম্পে। সেখানেই হাজির হন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূল নেতা । অভিযোগ, বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি। পরের দিনই অপমানে আত্মঘাতী হয় এক কিশোরী। আত্মহত্যার চেষ্টা করে আরেক নির্যাতিতা। আশঙ্কাজনক অবস্থায় বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয় ওই কিশোরীকে।

Updated By: Dec 18, 2015, 09:25 PM IST
যাত্রা শুনতে গিয়ে গণধর্ষণের শিকার বালুরঘাটের তিন কিশোরী!

ওয়েব ডেস্ক: যাত্রা শুনতে গিয়ে গণধর্ষণের শিকার বালুরঘাটের তিন কিশোরী। অভিযোগ, সালিশি সভা ডেকে ঘটনা মিটিয়ে নিতে চাপ দেন স্থানীয় এক তৃণমূল নেতা। অপমানে, লজ্জায় আত্মঘাতী এক কিশোরী। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা আরেক কিশোরীর। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এগারোই ডিসেম্বর রাতে চৌমহনী খেলার মাঠে যাত্রার আসর বসে। তিন বান্ধবী যাত্রা শুনতে যায়। যাত্রা শুরু হওয়ার আগেই গ্রামেরই তিন যুবক তাদের জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করে ওই তিন যুবক আলমগির সরকার, শামিম সরকার ও আক্রম সরকার। চোখে পড়ে যায় স্থানীয় সিভিক ভলান্টিয়ার্সদের। ছজনকে নিয়ে আসা হয় স্থানীয় পুলিস ক্যাম্পে। সেখানেই হাজির হন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূল নেতা । অভিযোগ, বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি। পরের দিনই অপমানে আত্মঘাতী হয় এক কিশোরী। আত্মহত্যার চেষ্টা করে আরেক নির্যাতিতা। আশঙ্কাজনক অবস্থায় বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয় ওই কিশোরীকে।
তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। নির্যাতিতাদের পরিবারের এফআইআরের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে তপন থানার পুলিস।

.