মিরিকের সংঘর্ষে গ্রেফতার ৩২, ওসি অপসারণের দাবিতে অনড় মোর্চা

মিরিকের সৌরিনিতে মোর্চা ও জিএনএলএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এপর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে ২৪ জন মোর্চা সমর্থক। বাকি আট জন জিএনএলএফ সমর্খক।

Updated By: May 6, 2013, 02:17 PM IST

মিরিকের সৌরিনিতে মোর্চা ও জিএনএলএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এপর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে ২৪ জন মোর্চা সমর্থক। বাকি আট জন জিএনএলএফ সমর্খক।
সংঘর্ষের পর লাঠি চালানোয় মিরিকের ওসির বদলির দাবি তুলেছে মোর্চা। আজ মিরিকের এসডিওর কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে দার্জিলিংয়ের পুলিস সুপার। সংঘর্ষের ঘটনায় ধৃতদের আজ কার্শিয়ং আদালতে পেশ করার কথা ছিল।
কিন্তু নিরাপত্তার কারণে তাঁদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। রবিবার মিরিকের সৌরিনিতে মোর্চা ও জিএনএলএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দীর্ঘদিন বন্ধ থাকা একটি জিএনএলএফ কার্যালয় খোলার সময় মোর্চা সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ। পরে মিরিক থানার পুলিস লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরইওসিকে বদলির দাবিতে সোমবার সন্ধে ছটা পর্যন্ত সময়সীমা দিয়ে অনির্দিষ্টকালের বনধ ডাকে মোর্চা। যদিও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

.