বাক্স রহস্যে ট্রেন থেকে নিখোঁজ ৪৫ লক্ষ টাকা
শালিমার রেল ইয়ার্ড থেকে খোয়া গেল ব্যাঙ্কের ৪৫ লক্ষ টাকা। ব্যাঙ্কের মোট ৮১ কোটি টাকার বাতিল নোট নিয়ে যাওয়া হচ্ছিল মুম্বইয়ে।
শালিমার রেল ইয়ার্ড থেকে খোয়া গেল ব্যাঙ্কের ৪৫ লক্ষ টাকা। ব্যাঙ্কের মোট ৮১ কোটি টাকার বাতিল নোট নিয়ে যাওয়া হচ্ছিল মুম্বইয়ে। ১৮০টি বাক্সের এক একটিতে ছিল ৪৫ লক্ষ টাকা। রেলের ওয়াগানেও লোড করা হয়েছিল
এই বাক্সগুলি। বাক্সগুলির নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিস। এর মধ্যে একটি
বাস্ক উধাও হয়ে যায়।
এর মধ্যে সেন্ট্রাল ব্যাঙ্কের রেড ক্রস প্লেস শাখার ১১০ বাক্স, বড়বাজার শাখার ৪০ বাক্স এবং ইউনিয়ন ব্যাঙ্ক ধর্মতলা শাখার ৩০ বাক্স বাতিল নোট নিয়ে যাওয়া হচ্ছিল। প্রতিটিতে বাক্সেই ছিল ৪৫ লক্ষ টাকা। গত পয়লা সেপ্টেম্বর শালিমার রেল ইয়ার্ডে ওয়াগানেও লোড করা হয় এই বাক্সগুলি। সেন্ট্রাল ব্যাঙ্কের অফিসারেরা দু-তারিখ বেলা দেড়টা নাগাদ শালিমার রেড ইয়ার্ডে যান। বাক্সগুলি পরীক্ষার পর তাঁরা জানান, সেন্ট্রাল ব্যাঙ্কের বাতিল নোটের একটি বাক্স কম রয়েছে। এরপরে ওই ওয়াগানটি কুরলা এক্সপ্রেসের সঙ্গে জুড়ে ছেড়ে যায়। কীভাবে বাক্স উধাও হল, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি।