উধাও প্রাথমিকে টেটের এক বান্ডিল প্রশ্নপত্র, আশঙ্কা প্রশ্ন ফাঁসের
প্রাথমিকের টেট পরীক্ষার এক বান্ডিল প্রশ্নপত্র উধাও হয়ে গেল। ফলে টেটের প্রশ্ন ফাঁসের আশঙ্কা দেখা দিয়েছে। আজই এই ঘটনা প্রকাশ্যে এল। প্রশ্নপত্র বিলির সময়েই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।
ব্যুরো: প্রাথমিকের টেট পরীক্ষার এক বান্ডিল প্রশ্নপত্র উধাও হয়ে গেল। ফলে টেটের প্রশ্ন ফাঁসের আশঙ্কা দেখা দিয়েছে। আজই এই ঘটনা প্রকাশ্যে এল। প্রশ্নপত্র বিলির সময়েই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।
ডাক ও তার বিভাগের মাধ্যমে প্রশ্ন বিলি হচ্ছিল। একটি বাস আজ যাচ্ছিল হুগলিতে । ডানকুনি ও বালির মাঝে হঠাতই নজরে আসে বাসের পিছনের কাঁচ ভাঁঙা। বাসটিকে ফেরত আনা হয় মধ্যশিক্ষা পর্ষদের দফতরে। দেখা যায় এক বান্ডিল প্রশ্ন নেই। কীভাবে এক বান্ডিল প্রশ্ন উধাও হয়ে গেল তা নিয়ে ধন্দে প্রশাসন। আগামি তিরিশ তারিখ রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট পরীক্ষা।