বন্ধ টয় ট্রেন নিয়ে মমতাকে দুষলেন অধীর
শৈলশহর দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ টয় ট্রেনের পুরো রুট জুড়ে পরিষেবা বন্ধ গত আড়াই বছর। অথচ রেলমন্ত্রক হাতে থাকাকালীন কিংবা বর্তমানে রাজ্যে ক্ষমতায় থাকলেও তৃণমূল কংগ্রেসের সেদিকে কোনও নজর নেই। অভিযোগ এনেছেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী।
শৈলশহর দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ টয় ট্রেনের পুরো রুট জুড়ে পরিষেবা বন্ধ গত আড়াই বছর। অথচ রেলমন্ত্রক হাতে থাকাকালীন কিংবা বর্তমানে রাজ্যে ক্ষমতায় থাকলেও তৃণমূল কংগ্রেসের সেদিকে কোনও নজর নেই। অভিযোগ এনেছেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী।
নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেছেন, শুধুমাত্র হাততালি কুড়োনোর জন্য কাজ না করে মানুষের প্রয়োজনে কাজ করা উচিত। টয় ট্রেনের জন্য কেন্দ্র ৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী। ওই টাকা পূর্ত দফতরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।