পুলিস সুপারকে একহাত নিলেন অধীর চৌধুরী

রাজ্য সরকারের নির্দেশে মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। জেলার পুলিস সুপার হুমায়ুন কবীরের বিরুদ্ধে রবিবার এই অভিযোগ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি জেলার আইনশৃঙ্খলা রক্ষার জন্যই কাজ করছে পুলিস।

Updated By: Jul 29, 2012, 11:11 PM IST

রাজ্য সরকারের নির্দেশে মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। জেলার পুলিস সুপার হুমায়ুন কবীরের বিরুদ্ধে রবিবার এই অভিযোগ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি জেলার আইনশৃঙ্খলা রক্ষার জন্যই কাজ করছে পুলিস।
এর আগে মুর্শিদাবাদের কুখ্যাত মার্ডার সিন্ডিকেটের সঙ্গে তাঁর নাম জড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এই ইস্যুতে জেলা কংগ্রেসের সঙ্গে বিরোধ বাঁধে জেলা পুলিস প্রশাসনের। মুর্শিদাবাদের পুলিস সুপার হুমায়ুন কবীরের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন জেলার কংগ্রেস নেতারা। এবার বহরমপুরের কংগ্রেস সাংসদ অদীর চৌধুরী সরাসরি অভিযোগ তুললেন, সরকারের নির্দেশে জেলার পুলিস সুপার কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন।  
জেলায় গরু কেনা বেচার ওপর নিষেধাজ্ঞা জারি করার জন্যও পুলিস সুপারের কড়া সমালোচনা শোনা গেছে অধীর চৌধুরীর গলায়। রমজানের পর পুলিস সুপারের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচির কথাও জানান বহরমপুরের কংগ্রেস সাংসদ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুমায়ুন কবীর। পুলিসি অভিযানের ফলে জেলায় রাজনৈতিক খুনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও দাবি করেছেন তিনি।
 
  

.