মুখ্যমন্ত্রীর নির্দেশ না মানায় শাস্তির মুখে অতিরিক্ত জেলাশাসক
মুখ্যমন্ত্রীর ইচ্ছানুযায়ী কাজ না করায় শাস্তির মুখে পড়লেন আসানসোলের অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত আইকত। তাঁকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। গতকাল আসানসোলে সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভায় স্কুল ছাত্রীদের সাইকেল দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর ইচ্ছা ছিল ছাত্রীরা যেন সাইকেল চালিয়েই মঞ্চে আসে।
মুখ্যমন্ত্রীর ইচ্ছানুযায়ী কাজ না করায় শাস্তির মুখে পড়লেন আসানসোলের অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত আইকত। তাঁকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। গতকাল আসানসোলে সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভায় স্কুল ছাত্রীদের সাইকেল দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর ইচ্ছা ছিল ছাত্রীরা যেন সাইকেল চালিয়েই মঞ্চে আসে।
কিন্তু, দুর্ঘটনার আশঙ্কায় আসানসোলের অতিরিক্ত জেলাশাসক তা করতে দেননি। মুখ্যমন্ত্রীর ইচ্ছা পূরণ না হওয়ায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল। সম্প্রতি তথ্য দফতরের অধিকর্তাকে কম্পালসারি ওয়েটিং-এ পাঠিয়েছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত সাতজন ডব্লিউবিসিএস অফিসারকে কম্পালসারি ওয়েটিং-এ পাঠানো হয়েছে। সরকারের একের পর এক এই ধরণের সিদ্ধান্তে ক্ষোভ তৈরি হয়েছে ডব্লিউবিসিএস অফিসারদের একাংশে।