ফের আক্রান্ত হলেন এক সিপিআইএম নেতা

দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে ফের সিপিআইএম নেতার ওপর হামলা। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটেছে ভাঙরের বেওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ওয়াড়ী গ্রামে।

Updated By: Feb 9, 2012, 09:41 AM IST

দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে ফের সিপিআইএম নেতার ওপর হামলা। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটেছে ভাঙরের বেওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ওয়াড়ী গ্রামে।
আগামী ১৯ ফেব্রুয়ারি বিগ্রেডের সমাবেশ নিয়ে আলোচনার জন্য বুধবার স্থানীয় সিপিআইএম সমর্থক নুর মহম্মদ মোল্লার বাড়িতে একটি ঘরোয়া সভা ডাকা হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তুষার ঘোষ। সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই নুর মহম্মদের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। তারা সভা চালাতে বাধা দেয়। ভাঙচুর চালানো হয়  তুষার ঘোষের গাড়িতে। গাড়ির চালককেও মারধর করা হয় বলে অভিযোগ।
গ্রামবাসীদের সাহায্যে সেখান থেকে বেরিয়ে আসেন তুষারবাবুরা। অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধান মুমতাজ মোল্লার স্বামী এবং তৃণমূল নেতা জুলফিকার মোল্লার নেতৃত্বেই এই হামলা হয়েছে। কেএলসি থানায় ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তুষার ঘোষ।

.