নদীয়ার হরিণঘাটায় তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ

নদীয়ার হরিণঘাটায় মার খেলেন প্রাক্তন পঞ্চায়েত প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষ। মারধর করা হয়েছে প্রাক্তন বিধায়ক ননি হালদারকেও। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য চঞ্চল দেবনাথ। সিপিএমের বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। 

Updated By: Apr 22, 2016, 09:06 PM IST
নদীয়ার হরিণঘাটায় তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ

ওয়েব ডেস্ক: নদীয়ার হরিণঘাটায় মার খেলেন প্রাক্তন পঞ্চায়েত প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষ। মারধর করা হয়েছে প্রাক্তন বিধায়ক ননি হালদারকেও। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য চঞ্চল দেবনাথ। সিপিএমের বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। 

ভোট পরবর্তী হিংসা থেকেই অশান্তির সূত্রপাত। বৃহস্পতিবার রাতে কংগ্রেস নেতা ও বাম পোলিং এজেন্ট শুকুর আলির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রতিবাদে শুক্রবার হরিণঘাটা থানায় বিক্ষোভ দেখাচ্ছিল বামেরা। অভিযোগ, তখন থানায় গিয়ে মার খান তৃণমূলের জেলা পরিষদ সদস্য চঞ্চল দেবনাথ। এরপরেই হামলা হয় প্রাক্তন বাম বিধায়ক ননি হালদারের বাড়িতে। মারধর করা হয় বঙ্কিম ঘোষ ও ননি হালদারকে।

হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কল্যাণী হাসপাতালে বঙ্কিম ঘোষ ও ননি হালদারের চিকিত্‍সা হয়।

.