অন্ডাল নিয়ে সংশয় কয়লামন্ত্রীর গলায়
অন্ডালে প্রস্তাবিত বিমাননগরী নিয়ে অনিশ্চয়তা দেখা দিল। বৃহস্পতিবার আসানসোলে কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল বলেন, প্রস্তাবিত এলাকা কয়লাসমৃদ্ধ অঞ্চল। ফলে ওই জায়গায় বিমাননগরী করার বিষয়ে আপত্তি রয়েছে কেন্দ্রের। যদিও নির্মাণকারী সংস্থার দাবি, কয়লা ইস্যুটির মীমাংসা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তা সত্ত্বেও কয়লামন্ত্রীর এই মন্তব্য ঘিরে সংশয় দানা বাঁধছে।
অন্ডালে প্রস্তাবিত বিমাননগরী নিয়ে অনিশ্চয়তা দেখা দিল। বৃহস্পতিবার আসানসোলে কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল বলেন, প্রস্তাবিত এলাকা কয়লাসমৃদ্ধ অঞ্চল। ফলে ওই জায়গায় বিমাননগরী করার বিষয়ে আপত্তি রয়েছে কেন্দ্রের। যদিও নির্মাণকারী সংস্থার দাবি, কয়লা ইস্যুটির মীমাংসা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তা সত্ত্বেও কয়লামন্ত্রীর এই মন্তব্য ঘিরে সংশয় দানা বাঁধছে।
বর্ধমানের অন্ডালে প্রায় ১,৮০০ একর জমিতে বিমানবন্দর নগরী গড়ে তুলছে বেঙ্গল অ্যারিট্রপোলিস বা বিএপিএল। আগামী বছরের শুরুতেই চালু হয়ে যাওয়ার কথা প্রস্তাবিত বিমানবন্দরের। কাজ চলছে জোরকদমে। কিন্তু বৃহস্পতিবার আসানসোলে কেন্দ্রীয় কয়লামন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে প্রকল্পের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
যদিও বিএপিএলের দাবি, কয়লার ইস্যুটি ইতিমধ্যেই মীমাংসা হয়ে গিয়েছে। কোল ইন্ডিয়ার পরামর্শ মত প্রকল্প এলাকার নতুন করে বিন্যাসও করা হয়েছে। আগের সরকারের আমলেই কোল ইন্ডিয়া হাইকোর্টে হলফনামা দিয়ে এব্যাপারে নিজেদের সম্মতির কথা জানিয়েছিল । অসামরিক বিমান পরিবহণ দফতর ও কয়লা মন্ত্রকও এব্যাপারে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছেছিল। তারপরেও কয়লামন্ত্রীর এই মন্তব্য ঘিরে সংশয় দানা বাঁধছে।