পুলিসের জালে খাগড়াগড়কাণ্ডে আরও এক মূল চক্রী
পুলিসের জালে খাগড়াগড়কাণ্ডে আরও এক মূল চক্রী। মঙ্গলবার ভোররাতে অসমের নলবাড়ি জেলার চর এলাকা থেকে রফিকুল ইসলাম নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে অসম পুলিস।
ব্যুরো: পুলিসের জালে খাগড়াগড়কাণ্ডে আরও এক মূল চক্রী। মঙ্গলবার ভোররাতে অসমের নলবাড়ি জেলার চর এলাকা থেকে রফিকুল ইসলাম নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে অসম পুলিস।
খাগড়াগড়াকাণ্ডের তদন্তে নেমে এবার আরেক মূল পাণ্ডার নাগাল পেল পুলিস। মঙ্গলবার ভোররাতে নলবাড়ির চর এলাকা থেকে গ্রেফতার করা হয় রিয়াজুল ইসলাম চৌধুরী ওরফে রফিকুল ইসলামকে।
পুলিস সূত্রে খবর, নলবাড়ির ভাঙনমারি এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতো রফিকুল ইসলাম।
খাগড়গড়কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড সাহানুর আলমকে জেরার পরই গোয়েন্দারা জানতে পারেন রফিকুল ইসলামের কথা। তার খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাসি শুরু করে অসম পুলিসের স্পেশাল অপারেশন ইউনিট। অবশেষে রফিকুল ইসলামের হদিশ পায় পুলিস।
রফিকুল ইসলামকে জেরায় আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই প্রথম নয়, ২০০৮ সালে রফিকুল ইসলামকে গ্রেফতার করে অসম পুলিস। পরে জামিনে মুক্তি পায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিকুল।