নবমীর রাতে পথ দুর্ঘটনায় জখম কমপক্ষে ১৩
নবমীর রাতে জলপাইগুড়িতে ৩টি পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারান দুজন। জখম কমপক্ষে ১৩ জন। তাঁদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়েব ডেস্ক: নবমীর রাতে জলপাইগুড়িতে ৩টি পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারান দুজন। জখম কমপক্ষে ১৩ জন। তাঁদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির লাটাগুড়িতে। বনদফতরের তদারকিতে আয়োজিত পুজো উপলক্ষে আদিবাসী নৃত্যানুষ্ঠান ছিল গরুমারা অভয়ারণ্য বিটের বিচাডাঙায়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দর্শকদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে দ্রুত গতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পরই উত্তেজিত জনতা পথ অবরোধ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে যান নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জনতার বিক্ষোভের মুখে পড়ে পুলিস।
দ্বিতীয় ঘটনাটি ময়নাগুড়ির উল্লাডাবড়িতে। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে মোটরবাইক। আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। কোচবিহারের জামালদায় মোটরসাইকেলের ধাক্কায় জখম হন এক সাইকেল আরোহী। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।