গাজোলে সিপিএমের কার্যালয়ে হামলা

মালদার গাজোলে হামলা হল সিপিএম কার্যালয়ে। সেইসময় তার উল্টোদিকে চায়ের দোকানে হাজির ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি সত্য প্রসাদ। তাণ্ডবকারীদের বাধা দিতে গেলে, ইটের আঘাতে মাথা ফেটে যায় তাঁর। রত্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনার জেরে উত্তপ্ত গোটা এলাকা।

Updated By: May 21, 2016, 09:46 AM IST
গাজোলে সিপিএমের কার্যালয়ে হামলা
প্রতীকী ছবি

ওয়েব ডেস্ক: মালদার গাজোলে হামলা হল সিপিএম কার্যালয়ে। সেইসময় তার উল্টোদিকে চায়ের দোকানে হাজির ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি সত্য প্রসাদ। তাণ্ডবকারীদের বাধা দিতে গেলে, ইটের আঘাতে মাথা ফেটে যায় তাঁর। রত্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনার জেরে উত্তপ্ত গোটা এলাকা। সিপিএম কার্যালয়ের বাইরে রাখা কর্মী-সমর্থকদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। দুষ্কৃতীরা ভিতরে ঢুকে তাণ্ডবের চেষ্টা করতেই, বাধা দিতে এগিয়ে যান সত্য প্রসাদ এবং সেখানে উপস্থিত বাকি কংগ্রেস কর্মীরা।

এবার ভোটে গাজোল কেন্দ্রে জোট প্রার্থী দীপালি বিশ্বাসের জয়ের পর থেকে উত্তপ্ত এলাকা। কংগ্রেস ব্লক সভাপতির বাড়িতে ইতিমধ্যে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়েছে। এনিয়ে গতকালই কংগ্রেসের তরফ থেকে গাজোল থানায় অভিযোগ দায়ের হয়। হামলার জন্য তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। যদিও তা অস্বীকার করেছে শাসক দল।

.