বাঁকুড়ায় হাতির তান্ডব
হাতির তাণ্ডবে তটস্থ বাঁকুড়ার ওন্দার বাসিন্দারা। গতরাতেই প্রায় ৪০ টি হাতির একটি দল ওন্দা দুনম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তাণ্ডব চালায়। মাস তিনেক ধরেই দলমা রেঞ্জের বেশ কয়েকটি হাতির দল বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে। একটি দল ঘাটি গেড়ে ছিল বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর জঙ্গলে। গতরাতে গামিরদা হয়ে ওই দলটিই পৌছয় ওন্দা দুনম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
হাতির তাণ্ডবে তটস্থ বাঁকুড়ার ওন্দার বাসিন্দারা। গতরাতেই প্রায় ৪০ টি হাতির একটি দল ওন্দা দুনম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তাণ্ডব চালায়। মাস তিনেক ধরেই দলমা রেঞ্জের বেশ কয়েকটি হাতির দল বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে। একটি দল ঘাটি গেড়ে ছিল বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর জঙ্গলে। গতরাতে গামিরদা হয়ে ওই দলটিই পৌছয় ওন্দা দুনম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
ভোররাত থেকে হাতির দলটি সেখানে ব্যাপক তাণ্ডব চালায়। এরফলে এলাকায় বেশ কয়েক বিঘে জমির ফসল নষ্ট হয়। বনকর্মীরা পৌছনর আগে গ্রামবাসীরাই হাতি রুখতে ব্যবস্থা নেয়। পরে বনকর্মীরা এলাকায় পৌছে হাতিগুলিকে সেখান তেকে তাড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয়।