বারাসতের ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে এখনও ঘেরাও হয়ে রয়েছেন উপাচার্য
বারাসতের ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে এখনও ঘেরাও হয়ে রয়েছেন উপাচার্য। উপাচার্যের সঙ্গেই ঘেরাও হয়ে আছেন কয়েকজন অধ্যক্ষ।বেতন বৃদ্ধির দাবিতে ঘেরাও করেছেন অস্থায়ী কর্মীরা। ১৫ ঘণ্টা ধরে নিজের অফিসেই ঘেরাও হয়ে রয়েছেন উপাচার্য। গতকাল ৫টা থেকে ঘেরাও শুরু করেন অস্থায়ী কর্মীরা।
ওয়েব ডেস্ক: বারাসতের ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে এখনও ঘেরাও হয়ে রয়েছেন উপাচার্য। উপাচার্যের সঙ্গেই ঘেরাও হয়ে আছেন কয়েকজন অধ্যক্ষ।বেতন বৃদ্ধির দাবিতে ঘেরাও করেছেন অস্থায়ী কর্মীরা। ১৫ ঘণ্টা ধরে নিজের অফিসেই ঘেরাও হয়ে রয়েছেন উপাচার্য। গতকাল ৫টা থেকে ঘেরাও শুরু করেন অস্থায়ী কর্মীরা।
আরও পড়ুন ভারত-পাক সীমান্তে উত্তেজনা কমার লক্ষ্মণ নেই
সেই ঘেরাও এখনও ওঠেনি। পুজোর আগে বেতন বৃদ্ধির দাবিতে অনড় অস্থায়ী কর্মীরা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই তাঁদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছেন উপরমহলকে। কিন্তু এই প্রসঙ্গে কোনও কাজ হয়নি। এবার তাই তাঁরা নিরুপায় হয়ে এমন ঘেরাও করার পথ বেঁছে নিয়েছেন।