কঙ্কাল কারখানার হদিশ বর্ধমানে

ফের কঙ্কাল কারখানার হদিশ মিলল বর্ধমানের পূর্বস্থলীতে। পূর্বস্থলীর যোগেশ্বরপূর শ্মশানে আজ হানা দেয় পুলিস। পুলিসি তল্লাসিতে উদ্ধার হয় ড্রাম ভর্তি মাথার খুলি, হাড়গোড়। পুলিস ওই কারখানার একজন কর্মী বিজয় চৌধুরীকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার হয়েছে। খোঁজ চলছে কারখানার মালিক মুক্তি বিশ্বাস ও বালা বিশ্বাসের।  পুলিস জানিয়েছে এলাকার বিভিন্ন কবর খানা থেকে মৃতদেহ চুরি করে এনে ওই কারখানায় কঙ্কাল বের করা হত। কঙ্কাল বাংলাদেশ সমেত দেশের বিভিন্ন মেডিকেল পড়ুয়াদের কাছে পাচার করা হত বলে পুলিসের অনুমান। 

Updated By: Aug 2, 2013, 08:16 PM IST

ফের কঙ্কাল কারখানার হদিশ মিলল বর্ধমানের পূর্বস্থলীতে। পূর্বস্থলীর যোগেশ্বরপূর শ্মশানে আজ হানা দেয় পুলিস। পুলিসি তল্লাসিতে উদ্ধার হয় ড্রাম ভর্তি মাথার খুলি, হাড়গোড়। পুলিস ওই কারখানার একজন কর্মী বিজয় চৌধুরীকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার হয়েছে। খোঁজ চলছে কারখানার মালিক মুক্তি বিশ্বাস ও বালা বিশ্বাসের।  পুলিস জানিয়েছে এলাকার বিভিন্ন কবর খানা থেকে মৃতদেহ চুরি করে এনে ওই কারখানায় কঙ্কাল বের করা হত। কঙ্কাল বাংলাদেশ সমেত দেশের বিভিন্ন মেডিকেল পড়ুয়াদের কাছে পাচার করা হত বলে পুলিসের অনুমান। 

.