বরুণ বিশ্বাসের বাবা `দুষ্কৃতী`!
সুঁটিয়ায় গণধর্ষণের প্রতিবাদ করে গত বছর খুন হন শিক্ষক বরুণ বিশ্বাস। গতকাল তাঁর মৃত্যুদিনে স্মরণসভা হয় গোবরডাঙায়। আর আজই বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাসসহ সুটিয়া প্রতিবাদী মঞ্চের পাঁচ জনের নামে গাইঘাটা থানায় দায়ের করা হল অভিযোগ। অভিযোগ দায়ের করেছেন সুটিয়ার তৃণমূল পঞ্চায়েত প্রধান ও ব্লক সভাপতি।
সুঁটিয়ায় গণধর্ষণের প্রতিবাদ করে গত বছর খুন হন শিক্ষক বরুণ বিশ্বাস। গতকাল তাঁর মৃত্যুদিনে স্মরণসভা হয় গোবরডাঙায়। আর আজই বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাসসহ সুটিয়া প্রতিবাদী মঞ্চের পাঁচ জনের নামে গাইঘাটা থানায় দায়ের করা হল অভিযোগ। অভিযোগ দায়ের করেছেন সুটিয়ার তৃণমূল পঞ্চায়েত প্রধান ও ব্লক সভাপতি।
ওই দুজনের অভিযোগ, বাংলাদেশি এবং স্থানীয় দুষ্কৃতীদের সাহায্য নিয়ে তাঁদের প্রাণনাশের চেষ্টা করছেন ওই পাঁচজন। এমনই আশঙ্কা করছেন তাঁরা। বরুণ বিশ্বাস খুনের একবছর পেরিয়ে গেছে। এখনও সুবিচার মেলেনি বলে অভিযোগ পরিবারের। সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন বাবা জগদীশ বিশ্বাস। গতকাল সুটিয়ার স্মরণসভায় শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন প্রতিবাদী মঞ্চের সদস্যরা। তার ২৪ ঘণ্টার মধ্যেই দায়ের হল প্রাণনাশের চেষ্টার আশঙ্কা নিয়ে অভিযোগ। যাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাঁরা হলেন প্রতিবাদী মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার, মঞ্চের প্রতিষ্ঠাতা-উপদেষ্টা জিতেন বালা, মঞ্চের সম্পাদক পরিমল মণ্ডল, প্রাক্তন সভাপতি নীলরতন মজুমজার এবং বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস।