মোদীকে শুভেচ্ছা বার্তা বেলুড় মঠের মহারাজদের
প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মহারাজ। বেলুড় মঠের মহারাজদের আশা, প্রধানমন্ত্রীর দায়িত্ব সফলভাবেই সামলাবেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মহারাজ। বেলুড় মঠের মহারাজদের আশা, প্রধানমন্ত্রীর দায়িত্ব সফলভাবেই সামলাবেন নরেন্দ্র মোদী।
বহুদিন আগে সন্ন্যাসী হওয়ার আকাঙ্খা নিয়ে বেলুড় মঠে এসেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সেই পরামর্শ মতোই আলমোড়া চলে যান মোদী। এরপর রাজকোটে। সেখানে দেখা হয় স্বামী আত্মস্থানন্দজী মহারাজের সঙ্গে। তিনিই মোদীকে দেশের কাজে মনোনিবেশ করার পরামর্শ দেন।
এরপর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘে যোগদান। রাজনীতিতে উত্থান নরেন্দ্র দামোদরদাস মোদীর। রাজনীতির চাকা গড়াতে গড়াতে দুহাজার এক সালে মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হন। তারপর দীর্ তোরো বছর সামলেছেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব। কিন্তু কখনও ভোলেননি রামকৃষ্ণ মঠ ও মিশনকে। দুহাজার তেরোর নয়ই এপ্রিল বেলুড় মঠে এসে স্বামী আত্মস্থানন্দ মহারাজের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। তখনই মোদীকে আর্শীবাদ করেছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ।
আজ যখন দেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নিতে চলেছেন মোদী, তখন বেলুড় মঠ থেকে তাঁকে শুভেচ্ছা পাঠালেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মহারাজ।