বিজপুর আন্তর্জাতিক নাট্যোত্‍সব জমজমাট

জীবন মৃত্যুর অমোঘ সত্যকে কে না বিশ্বাস করে। তবে এই সত্যকে দমফাটা হাসির মাধ্যেমে মঞ্চস্থ করেছে চেতনা। নাটকের নাম - হরিপদ হরিবোল। হরিপদ কেরানির মৃত্যু ঘিরে নাটকের বিষয়বস্তু। খুব পুরনো নাটক না হলেও প্রায় দুবছর পর মঞ্চস্থ হল এই নাটক। আর এই নাট্যোত্‍সবে এসে বেশ অভিভূত নাট্যকার সুজন মুখোপাধ্যায়।

Updated By: Dec 24, 2016, 07:05 PM IST
বিজপুর আন্তর্জাতিক নাট্যোত্‍সব জমজমাট

ওয়েব ডেস্ক: জীবন মৃত্যুর অমোঘ সত্যকে কে না বিশ্বাস করে। তবে এই সত্যকে দমফাটা হাসির মাধ্যেমে মঞ্চস্থ করেছে চেতনা। নাটকের নাম - হরিপদ হরিবোল। হরিপদ কেরানির মৃত্যু ঘিরে নাটকের বিষয়বস্তু। খুব পুরনো নাটক না হলেও প্রায় দুবছর পর মঞ্চস্থ হল এই নাটক। আর এই নাট্যোত্‍সবে এসে বেশ অভিভূত নাট্যকার সুজন মুখোপাধ্যায়।

আরও পড়ুন কে কবে শুনেছে, মুচলেকা দিয়ে রোগী ভর্তি?

এছাড়াও একইসঙ্গে এই দিন মঞ্চস্থ হল বাংলাদেশের নাট্যম রেপার্টারির দমের মাদার নাটকটি। ধর্ম এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। শুধুমাত্র মানবধর্মই শ্রেষ্ঠ। অন্য দেশ থেকে ভারতে এসেছেন এমনটা মনেই হচ্ছে না জানালেন নাট্যম রেপার্টারির ডিরেক্টর।আগামি কাল বিজপুর আন্তর্জাতিক নাট্যোত্‍সবের শেষদিনে মঞ্চস্থ হবে শেকল ছেঁড়া হাতের খোঁজে।

আরও পড়ুন  বড়দিনের ছুটিতে এবার কী হাল বাঁকুড়ার মুকুটমনিপুরে?

.