অব্যাহত বাইক বাহিনীর তাণ্ডব, কমিশনে নালিশ বামেদের

বাইক বাহিনীর তাণ্ডব বন্ধ করতে রাজ্য নির্বাচন কমিশনে নালিশ জানাল বামেরা। রবীন দেবেব নেতৃত্ব প্রতিনিধি দল আজ কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে। তাঁদের অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করেই চলছে বাইক বাহিনীর দাপট। ভোটের দিন নিরাপত্তা সুনিশ্চিত করতে সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারেরও দাবি জানিয়েছে বাম প্রতিনিধি দল।  

Updated By: Jul 13, 2013, 05:49 PM IST

বাইক বাহিনীর তাণ্ডব বন্ধ করতে রাজ্য নির্বাচন কমিশনে নালিশ জানাল বামেরা। রবীন দেবেব নেতৃত্ব প্রতিনিধি দল আজ কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে। তাঁদের অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করেই চলছে বাইক বাহিনীর দাপট। ভোটের দিন নিরাপত্তা সুনিশ্চিত করতে সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারেরও দাবি জানিয়েছে বাম প্রতিনিধি দল।  
হাইকোর্টের ভর্ত্সনা সত্বেও অব্যাহত তৃণমূলের বাইক মিছিল৷ এদিন তৃণমূলের বাইক-মিছিল দেখা যায় হুগলির আরামবাগেও৷ আরামবাগের সালেপুরে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়৷ কয়েকজন তৃণমূল সমর্থক বাইক মিছিল করে সেই সভায় যোগ দিতে যাচ্ছিলেন৷ চারটি বাইক আটক করে পুলিশ৷ আজ ৩০-৪০ জনের বাইক মিছিল দাপিয়ে বেড়ায় পাঁশকুড়ার বেশ কিছু অঞ্চল৷ তৃণমূলের বাইক-বাহিনী দেখা গেল আরামবাগেও৷
হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াল তৃণমূলের বাইক-বাহিনী৷ দ্বিতীয় দফার ভোটপ্রচারের শেষদিনে পাঁশকুড়ায় বাইক মিছিল বের করে তৃণমূল৷ দলীয় পতাকা বাইকে লাগিয়ে চলে ভোটের প্রচার৷

.