বীজপুরে আক্রান্ত বিজেপি কর্মী
বিজেপি যুব নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার বীজপুরের হাজিনগর এলাকার ঘটনা। বিজেপি কর্মী সঞ্জয় সিংয়ের অভিযোগ, উনতিরিশে অগাস্ট রাতে এলাকার তৃণমূল কর্মী সঞ্জয় সিং দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। তাকে মারধর করা হয়। বাবার গায়ে অ্যাসিড ঢেলে দেয় দুষ্কৃতীরা।
ওয়েব ডেস্ক: বিজেপি যুব নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার বীজপুরের হাজিনগর এলাকার ঘটনা। বিজেপি কর্মী সঞ্জয় সিংয়ের অভিযোগ, উনতিরিশে অগাস্ট রাতে এলাকার তৃণমূল কর্মী সঞ্জয় সিং দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। তাকে মারধর করা হয়। বাবার গায়ে অ্যাসিড ঢেলে দেয় দুষ্কৃতীরা।
আরও পড়ুন- জট কাটল বর্ধমানের মিষ্টি হাবের
উল্টোদিকে বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। দুপক্ষই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিস। উল্লেখ্য, বীজপুর তথা হালিসহর এলাকা মুকুল রায়ের খাস তালুক। বর্তমানে মুকুলপুত্র শুভ্রাংশুই সেখানকার তৃণমূল বিধায়ক। তাই চাপান উতোর বাড়ছেই।