সাঁকরাইলে ফেরি দুর্ঘটনা, নিখোঁজ ১

সাঁকরাইল যাওয়ার পথে মহেশতলায় গঙ্গায় ফেরি উল্টে দুর্ঘটনা। গতকাল রাতে ঘটনাটি ঘটে হেতালখালির তারামা ঘাটে। স্থানীয় চিভিয়াট জুটমিলের শ্রমিকরা ওই ফেরিতে করে ফিরছিলেন। বান এলে ফেরি উল্টে১৬  জন জলে তলিয়ে যান।

Updated By: Oct 10, 2014, 11:03 AM IST
সাঁকরাইলে ফেরি দুর্ঘটনা, নিখোঁজ ১

হাওড়া: সাঁকরাইল যাওয়ার পথে মহেশতলায় গঙ্গায় ফেরি উল্টে দুর্ঘটনা। গতকাল রাতে ঘটনাটি ঘটে হেতালখালির তারামা ঘাটে। স্থানীয় চিভিয়াট জুটমিলের শ্রমিকরা ওই ফেরিতে করে ফিরছিলেন। বান এলে ফেরি উল্টে১৬  জন জলে তলিয়ে যান।

রাতভর তল্লাশি চলিয়ে দমকল, পোর্ট স্ট্রাস্টের কর্মীরা ১৫ জনকে উদ্ধার করেছেন। নীতিন নামে এক শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। কলকাতা পুলিসের বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও নিখোঁজ ব্যাক্তির তল্লাশি চালাচ্ছে।

 

.