বকখালি বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত ১, নিখোঁজ ৩

বকখালিতে বেড়াতে গিয়ে সমুদ্রে নিখোঁজ হলেন যুবক। কলকাতার একবালপুর এলাকা থেকে থেকে আট বন্ধু বকখালিতে বেড়াতে যান। বিকেলের দিকে সমুদ্রে স্নান করতে নামেন তাঁরা।  তখনই তলিয়ে যান ছজন। পরে দুজনকে উদ্ধার করা হয়।

Updated By: Jan 3, 2015, 11:05 AM IST
বকখালি বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত ১, নিখোঁজ ৩

বকখালি: বকখালিতে বেড়াতে গিয়ে সমুদ্রে নিখোঁজ হলেন যুবক। কলকাতার একবালপুর এলাকা থেকে থেকে আট বন্ধু বকখালিতে বেড়াতে যান। বিকেলের দিকে সমুদ্রে স্নান করতে নামেন তাঁরা।  তখনই তলিয়ে যান ছজন। পরে দুজনকে উদ্ধার করা হয়।

 রাতের দিকে উদ্ধার হয় একজনের দেহ। মৃতের নাম দীপক বাল্মিকী। অন্ধকার থাকায় রাতে পুলিস সেভাবে তল্লাসি করতে পারেনি। আজ সকাল তল্লাসি শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে তল্লাসি শুরু করা যায়নি।

বকখালির সমুদ্রে নিখোঁজদের মধ্যে ইকবালপুরের বাসিন্দা ফয়জল। ছেলে সমুদ্রে নিখোঁজ, এ খবর পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েছেন তাঁর আত্মীয় স্বজনেরা। নববর্ষে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার ইচ্ছে ছিল কিশোর ফয়জলের। ছেলের ইচ্ছেতে বাধা দেননি তার বাবা -মা। কিন্তু সমুদ্রের জোয়ারে সে স্বপ্ন যে দুঃস্বপ্নে পরিণত হবে, তা ভাবতেও পারছেন না তার বাবা মা।

 

.