কাটোয়ায় উদ্ধার হওয়া সকেট বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হল

কাটোয়ার শ্রীবাটি গ্রামে উদ্ধার হওয়া সকেট বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। প্রথম দফায় গোটা ছয়েক বোমা নিষ্ক্রিয় করেছে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। বেশকয়েকটি দফায় বত্রিশটি সকেট বোমাকে নিষ্ক্রিয় করা হবে। নিয়ন্ত্রিত বিস্ফোরণ পদ্ধতিতে নিষ্ক্রিয় করা হবে বোমাগুলিকে। রাতেই গ্রাম থেকে কিছুটা দুরে ফাঁকা মাঠে একটি ফাঁকা মাঠে বোমাগুলিকে রাখা হয়।

Updated By: Nov 8, 2016, 08:53 AM IST
কাটোয়ায় উদ্ধার হওয়া সকেট বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হল

ওয়েব ডেস্ক: কাটোয়ার শ্রীবাটি গ্রামে উদ্ধার হওয়া সকেট বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। প্রথম দফায় গোটা ছয়েক বোমা নিষ্ক্রিয় করেছে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। বেশকয়েকটি দফায় বত্রিশটি সকেট বোমাকে নিষ্ক্রিয় করা হবে। নিয়ন্ত্রিত বিস্ফোরণ পদ্ধতিতে নিষ্ক্রিয় করা হবে বোমাগুলিকে। রাতেই গ্রাম থেকে কিছুটা দুরে ফাঁকা মাঠে একটি ফাঁকা মাঠে বোমাগুলিকে রাখা হয়।

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!

সকালেই ঘটনাস্থলে পৌছয় CID এর বম্ব ডিসপোজাল স্কোয়াড ও দমকল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌছেছে। কিন্তু ক্লাবঘরের মধ্যে কেন এতগুলি শক্তিশালী  বোমা মজুত করা হয়েছিল, তা নিয়েই উঠছে প্রশ্ন। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের রিপোর্ট।

আরও পড়ুন  পুলিসের কাছে গিয়ে আজব পরামর্শ শুনতে হল তরুণীকে!

.