এঁটো থালায় খেতে দেওয়া নিয়ে বচসার জেরে ভাইকে খুন দাদার

এঁটো থালায় খেতে দেওয়া নিয়ে বচসার জেরে ভাইকে খুন করল দাদা। ঘটনাটি ঘটেছে কাটোয়ার কৌশয়ার গড়পাড়ায়। নিহতের নাম বাপন শেখ।

Updated By: Feb 20, 2014, 02:41 PM IST

এঁটো থালায় খেতে দেওয়া নিয়ে বচসার জেরে ভাইকে খুন করল দাদা। ঘটনাটি ঘটেছে কাটোয়ার কৌশয়ার গড়পাড়ায়। নিহতের নাম বাপন শেখ।

অভিযোগ গতকাল রাতে বচসার সময় বাপন শেখের বুকে ছুরি দিয়ে আঘাত করে তার দাদা রিপন শেখ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বাপন শেখের। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বাপন শেখের স্ত্রী স্বপ্না বিবি। তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনার পর থেকেই পলাতক রিপন শেখ। পুলিস জানায় তদন্তের পরই সব কিছু জানা যাবে।

এঁটো থালায় খেতে দেওয়া নিয়ে বচসার জেরে ভাইকে খুন করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য পড়ে যায়।

.