বিএসএফের সুবর্ণজয়ন্তী, সীমান্তে পড়ুয়াদের ক্লাস নিলেন জওয়ানরা
Updated By: Dec 2, 2014, 02:26 PM IST
সারা বছর রোদ জল মাথায় নিয়ে দেশের সীমান্ত পাহারা দেন ওরা। ওরা আছেন বলেই, নিশ্চিন্তে ঘুমোতে যায় আমনাগরিক। বিএসএফ প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী বর্ষে সেই হিরোরাই এখন মাস্টারমশায়ের ভূমিকায়।
মালদা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আয়োজিত হয়েছে বিভিন্ন রকমের কর্মসূচি। প্রদর্শিত হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর অস্ত্রসম্ভার। অধীর আগ্রহ নিয়ে তা দেখার জন্য ভিড় করছে স্কুল পড়ুয়ারা। ছোটদের আগ্রহ মেটাতে ক্লান্তি নেই বিএসএফ কর্তাদের। শিবিরে আয়োজিত প্রদর্শনীতে যত্নের সঙ্গে বুঝিয়ে দিচ্ছেন কেমন ভাবে দেশ রক্ষার কাজ করে যেতে হয়।
উত্সাহ লক্ষ্য করা গিয়েছে পড়ুয়াদের মধ্যেও।