রেষারেষিতে উল্টে গেল বাস, বর্ধমানে মৃত্যু ১৩ জন পুণ্যার্থীর

Updated By: Apr 10, 2015, 02:26 PM IST
রেষারেষিতে উল্টে গেল বাস, বর্ধমানে মৃত্যু ১৩ জন পুণ্যার্থীর
ছবি-ফেসবুক থেকে।

 

ওয়েব ডেস্ক: তিনটি বাসের রেষারেষি। নয়ানজুলিতে বাস উল্টে বিপত্তি। ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১৩জন পুণ্যার্থীর।গুরুতর আহত কমপক্ষে ৩০ জন বর্ধমান মেডিক্যালে চিকিত্সাধীন। মৃতদের পরিবারপিছু দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য।

আনন্দের সফর দুঃখের আবহে পরিণত হতে সময় লাগল না খুব বেশি।

সামনের সপ্তাহেই গাজন উত্সব। তার আগে মায়াপুরে গিয়ে স্নান করার রীতিটা বহুদিনের। বর্ধমানের খণ্ডঘোষের শাঁখারিগ্রাম ও খুদকুড়িগ্রাম থেকে বেরিয়েছিলেন প্রায় দেড়শোজন বাসিন্দা। তিনটি বাসে চেপে তাঁদের গন্তব্যস্থল নদিয়ার মায়াপুর। শুক্রবার সকাল সাড়ে আটটায় ঘটে যায় বিপত্তি। বর্ধমান শহর থেকে তিন-চার কিলোমিটার দূরে মির্জাপুরে নয়ানজুলিতে হঠাত্‍ই উল্টে যায় একটি বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, রেষারেষি করছিল বাস তিনটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় দশজনের। গুরুতর আহত কমপক্ষে তিরিশজন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মৃত্যু হয় আরও কয়েকজন পুণ্যার্থীর।

আহতদের দেখতে হাসপাতালে যান ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক এবং জেলা সভাধিপতি। মৃতদের পরিবারপিছু দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁদের কলকাতায় পাঠানো হয়।

 

.