রাজ্যে এবার গড়া হবে প্রজাপতি পার্ক!

নেচার পার্ক, টাইগার কিংবা এলিফ্যান্ট পার্ক তো অনেক রয়েছে। কেমন হবে, যদি প্রজাপতি পার্ক হয়? তাও আবার এরাজ্যে? বহু দুর্লভ প্রজাতির প্রজাপতির আঁতুরঘর, জয়ন্তীর জঙ্গল। সেখানেই এবার উঠল, প্রজাপতি পার্ক গড়ার দাবি।   

Updated By: Jun 3, 2015, 10:28 PM IST
রাজ্যে এবার গড়া হবে প্রজাপতি পার্ক!

ওয়েব ডেস্ক: নেচার পার্ক, টাইগার কিংবা এলিফ্যান্ট পার্ক তো অনেক রয়েছে। কেমন হবে, যদি প্রজাপতি পার্ক হয়? তাও আবার এরাজ্যে? বহু দুর্লভ প্রজাতির প্রজাপতির আঁতুরঘর, জয়ন্তীর জঙ্গল। সেখানেই এবার উঠল, প্রজাপতি পার্ক গড়ার দাবি।   

রঙবাহারি দুই পাখনার আকর্ষণ অমোঘ। দেখলে চোখ ফেরানো দায়। এরই টানে দূরদূরান্তের জঙ্গলে ছুটে বেড়ান অনেকেই। রাজ্যে বিভিন্ন বনাঞ্চলের মধ্যে রকমারি রঙিন প্রজাপতি সবচেয়ে বেশি পাওয়া যায় বক্সার জয়ন্তীর জঙ্গলে। এখানেই তিন দিনের জন্য বসেছিল প্রজাপতি-দর্শনের আসর। যৌথ উদ্যোক্তা, হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, সংক্ষেপে ন্যাফ এবং বক্সা ব্যাঘ্র প্রকল্প।

ন্যাফের জনা কুড়ি সদস্য তিন দিন ধরে জয়ন্তীর জঙ্গলে ঘুরে ঘুরে কয়েকশো প্রজাতির প্রজাপতির খোঁজ পেয়েছেন।

দেশ বিদেশ থেকেও পর্যটকরা প্রজাপতির টানে ছুটে আসেন জয়ন্তীর জঙ্গলে। ন্যাফের আশা, প্রজাপতি পার্কের স্বপ্ন পূরণ হলে, বিশ্ব মানচিত্রে আরও ছড়িয়ে পড়বে জয়ন্তীর নামডাক। এখন দেখার, বনদফতর এতে কতটা আগ্রহ দেখায়!

.