গ্রামোন্নয়নে পশ্চিমবঙ্গের অগ্রগতিতে খুশি কেন্দ্র

পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় সড়ক উন্নয়নের কাজের প্রশংসা করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। আর তার জন্য রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জিকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।

Updated By: May 5, 2012, 01:23 PM IST

পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় সড়ক উন্নয়নের কাজের প্রশংসা করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। আর তার জন্য রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জিকেই কৃতিত্ব দিয়েছেন তিনি। এর পাশাপাশি রাজ্যে নতুন করে ৪,০০০ কিলোমিটার রাস্তা নির্মাণ হবে বলে জানিয়েছেন তিনি। জোর দেওয়া হয়েছে জঙ্গলমহল অধ্যুষিত তিন জেলায় উন্নত সড়ক সংযোগের ওপর। এদিন কলকাতায় এসে মিডিয়ায় মুখোমুখি হয়ে অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ এই কংগ্রেস নেতা বলেন, সামগ্রিকভাবে গ্রামোন্নয়নের বিভিন্ন প্রকল্পে রাজ্যের কাজে খুশি কেন্দ্রীয় সরকার।

.