দলের ভাঙন রুখতে জেলাস্তরে নেতৃত্বে রদবদলের পথে কংগ্রেস

জেলাস্তরে নেতৃত্বে বড়রকম রদবলদের সিদ্ধান্ত নিল কংগ্রেস। দলে যে ভাঙন ধরছে তা রুখতে এবার নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে এআইসিসিও। পরিবর্তন এসেছে মালদা, মুর্শিদাবাদে। মালদা জেলা কংগ্রেসের নতুন সভানেত্রী হচ্ছেন মৌসম বেনজির নূর। অধীর চৌধুরী সরে দাঁড়ানোয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন আবু হেনা।কংগ্রেসের জেলাস্তরে নেতৃত্বে বড়সড় রদবদল। এক ব্যাক্তি এক পদ। এআই সিসির এই নীতিকে সামনে রেখেই মুর্শিদাবাদের জেলা সভাপতির পদ ছাড়লেন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নেত্বত্বে ছিলেন তিনি।

Updated By: Dec 17, 2013, 09:55 AM IST

জেলাস্তরে নেতৃত্বে বড়রকম রদবলদের সিদ্ধান্ত নিল কংগ্রেস। দলে যে ভাঙন ধরছে তা রুখতে এবার নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে এআইসিসিও। পরিবর্তন এসেছে মালদা, মুর্শিদাবাদে। মালদা জেলা কংগ্রেসের নতুন সভানেত্রী হচ্ছেন মৌসম বেনজির নূর। অধীর চৌধুরী সরে দাঁড়ানোয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন আবু হেনা।কংগ্রেসের জেলাস্তরে নেতৃত্বে বড়সড় রদবদল। এক ব্যাক্তি এক পদ। এআই সিসির এই নীতিকে সামনে রেখেই মুর্শিদাবাদের জেলা সভাপতির পদ ছাড়লেন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নেত্বত্বে ছিলেন তিনি।

অধীর চৌধুরীর পরিবর্তে নতুন জেলা সভাপতি হলেন আবু হেনা। নেতৃত্বের পরিবর্তন হয়েছে মালদাতেও। স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবি হাসেম খান চৌধুরীর বদলে দলের দায়িত্ব দেওয়া হয়েছে মৌসম বেনজির নূরকে।
সাংগঠনিক শক্তিকে মজবুত করতে দায়িত্ব ভাগ করা হয়েছে উত্তর চব্বিশ পরগনায়

উত্তর ২৪ পরগনা একের জেলা সভাপতি হচ্ছেন তাপস মজুমদার। উত্তর ২৪ পরগনা দুইয়ের এর সভাপতির দায়িত্ব পাচ্ছেন অসিত মজুমদার। বর্ধমান গ্রামীনের জেলা কংগ্রেস সভাপতি হচ্ছেন আভাস ভট্টাচার্য। হুগলির নতুন সভাপতি হচ্ছেন সঞ্জয় চ্যাটার্জি
রদবদল হচ্ছে কলকাতার কংগ্রেস নেতৃত্বেও।

উত্তর কলকাতা জেলা কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন শিবাজি সিংঘ রায়। বড়বাজার জেলা কংগ্রেসের দায়িত্ব পাচ্ছেন ঘনশ্যাম মিশ্র।

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দলের সংগঠনকে মজবুত করতে নেতৃত্বে পরিবর্তন আনছে কংগ্রেস। এআইসিসির তরফে এই রদবদলে সম্মতিও দেওয়া হয়েছে। আগামী দিনে রাজ্যে কংগ্রেস নেতৃত্বে আরও কিছু পরিবর্তন হতে পারে। তবে যে ভাবে দল ছাড়ার হিড়িক পড়েছে তাতে ভাঙন রোখাই এখন প্রদেশ নেতৃত্বের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এই রদবদলে বহু ক্ষেত্রে ভাঙন আরও বড় আকার নিতে পারে বলে মনে করছে রাজনৈতির মহল।

.