চাপের মুখেও প্রত্যাহার করেননি মনোনয়ন, তাই ভাঙচুর হালিশহরে সিপিআইএম প্রার্থীর বাড়িতে

Updated By: Mar 31, 2015, 10:41 AM IST

চাপের মুখেও মনোনয়ন প্রত্যাহার করতে রাজি হননি। তারই জেরে সিপিআইএম প্রার্থীর বাড়িতে লুঠপাটের অভিযোগ উঠল হালিশহরে। অভিযোগের নিশানায় তৃণমূল।

হালিশহর পুরসভা দখলের  লড়াইয়ে এবার গোড়া থেকেই টানটান উত্তেজনা। অভিযোগ, সন্ত্রাস ছড়িয়ে বাম প্রার্থীদের মনোনয়ন তুলে নিতে বাধ্য করছে শাসক দলের কর্মীরা। হুমকি, হামলার অভিযোগ তো ছিলই। এবার রীতিমতো বাড়ির দরজা ভেঙে লুঠপাটের অভিযোগও উঠল। চাপের মুখেও মনোনয়ন তুলতে রাজি হননি চার নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী রবিশঙ্কর দাশগুপ্ত। বাড়ি ছেড়ে সপরিবারে অন্যত্র  আশ্রয় নিয়েছেন তিনি। তারই বাড়িতে লুঠপাটের দায়ে কাঠগড়ায় তৃণমূল। ভয়ে মুখ খুলতে নারাজ প্রতিবেশীরা।

প্রশাসনের বিরুদ্ধেও আঙুল তুলেছেন বাম নেতৃত্ব। হালিশহরের তৃণমূল চালিত পুরবোর্ডের  বিদায়ী চেয়ারম্যান অবশ্য বামেদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ভোটপর্ব শেষপর্যন্ত শান্তিতে মিটবে তো, আশঙ্কায় হালিশহরের মানুষ।

 

.