মরশুমের প্রথম কালবৈশাখিতে বাজ পড়ে মৃত ৫
প্রবল দাপট নিয়েই দক্ষিণবঙ্গে এল মরশুমের প্রথম কালবৈশাখি। বাজ পড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। দুপুর থেকেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় ঝড়-বৃষ্টি। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদে প্রবল বৃষ্টি নামে আজ।
ওয়েব ডেস্ক: প্রবল দাপট নিয়েই দক্ষিণবঙ্গে এল মরশুমের প্রথম কালবৈশাখি। বাজ পড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। দুপুর থেকেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় ঝড়-বৃষ্টি। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদে প্রবল বৃষ্টি নামে আজ।
চৈত্র মাঝামাঝি বোধন হল কালবৈশাখির। দুপুর থেকেই মেঘলা আকাশ। ঘন কালো শহরের স্কাইলাইন। দুপুরেই অকাল সন্ধ্যে। মরশুমের প্রথম কালবৈশাখি। দাপটও মন্দ নয়।
সন্ধ্যের পর বৃষ্টি নামে কলকাতায়। যানজটে সাময়িক দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
জেলাতেও দাপট দেখিয়েছে কালবৈশাখি। দক্ষিণবঙ্গে বীরভূম,বর্ধমান,মুর্শিদাবাদে দুপুরের পর থেকেই বইতে থাকে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্র বিদ্যুত সহ মুষলধারে বৃষ্টি।
কালবৈশাখির বলি-
রানিগঞ্জে বাজ পড়ে দুজনের মৃত্যু হয়েছে। দুর্গাপুরে দুজন, ধূপগুড়িতে একজনের মৃত্যু হয়েছে।
উত্তরবঙ্গেও ঝড়ের প্রকোপে উত্তরদিনাজপুরের গোয়ালপোখরের এক ও দুনম্বর ব্লকে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বেশকিছু কাঁচা ঘরবাড়িও ভেঙে পড়ে। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।