কোচবিহার থেকে উদ্ধার নিখোঁজ সাংবাদিক চয়ন সরকার

খোঁজ মিলল আলিপুরদুয়ারের নিখোঁজ সাংবাদিক চয়ন সরকারের। গতরাতে কোচবিহার শহরের মদনমোহন বাড়ি সংলগ্ন বৈরাগী দিঘি এলাকা থেকে তাঁকে উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিস। এরপর তাঁকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে। রবিবার রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান চয়ন। তাঁর মোটরবাইক ও মানিব্যাগ পাওয়া যায় সলসলাবাড়ির কাছে। পরের দিন থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ, খবর পছন্দ না হওয়ায় গত মঙ্গলবার চয়ন সরকারের বাড়িতে হামলা চালায় তৃণমূল। নেতৃত্বে ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি সমীর ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে অন্তর্ধানকাণ্ডের তদন্তভার হাতে নেয় সিআইডি। যদিও বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে গিয়ে সাংবাদিক অপহরণের তত্ত্ব খারিজ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে তাঁকে ফিরে আসার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন যে ফিরে এলে পুলিস তাঁকে গ্রেফতার করবে না। ঠিক তার পরের দিনই উদ্ধার চয়ন সরকার।

Updated By: Aug 8, 2015, 12:48 PM IST
কোচবিহার থেকে উদ্ধার নিখোঁজ সাংবাদিক চয়ন সরকার

ওয়েব ডেস্ক: খোঁজ মিলল আলিপুরদুয়ারের নিখোঁজ সাংবাদিক চয়ন সরকারের। গতরাতে কোচবিহার শহরের মদনমোহন বাড়ি সংলগ্ন বৈরাগী দিঘি এলাকা থেকে তাঁকে উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিস। এরপর তাঁকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে। রবিবার রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান চয়ন। তাঁর মোটরবাইক ও মানিব্যাগ পাওয়া যায় সলসলাবাড়ির কাছে। পরের দিন থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ, খবর পছন্দ না হওয়ায় গত মঙ্গলবার চয়ন সরকারের বাড়িতে হামলা চালায় তৃণমূল। নেতৃত্বে ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি সমীর ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে অন্তর্ধানকাণ্ডের তদন্তভার হাতে নেয় সিআইডি। যদিও বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে গিয়ে সাংবাদিক অপহরণের তত্ত্ব খারিজ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে তাঁকে ফিরে আসার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন যে ফিরে এলে পুলিস তাঁকে গ্রেফতার করবে না। ঠিক তার পরের দিনই উদ্ধার চয়ন সরকার।

.