মালবাজারের চা বাগান থেকে উদ্ধার পুরুষ চিতা, সুস্থ হলেই ছেড়ে দেওয়া হবে জঙ্গলে
আবারও চিতাবাঘের তাণ্ডব। জলপাইগুড়িতে চা বাগানে ঘাপটি মেরে বসে আছে চিতা। নজরে আসতেই হাড়হিম শ্রমিকদের। এরপরই বনদফতরের কর্মীরা এসে চিতাটিকে উদ্ধার করে নিয়ে যায় গুরুমারায়।
![মালবাজারের চা বাগান থেকে উদ্ধার পুরুষ চিতা, সুস্থ হলেই ছেড়ে দেওয়া হবে জঙ্গলে মালবাজারের চা বাগান থেকে উদ্ধার পুরুষ চিতা, সুস্থ হলেই ছেড়ে দেওয়া হবে জঙ্গলে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/07/01/39667-3malbazarcheetah.jpg)
ওয়েব ডেস্ক: আবারও চিতাবাঘের তাণ্ডব। জলপাইগুড়িতে চা বাগানে ঘাপটি মেরে বসে আছে চিতা। নজরে আসতেই হাড়হিম শ্রমিকদের। এরপরই বনদফতরের কর্মীরা এসে চিতাটিকে উদ্ধার করে নিয়ে যায় গুরুমারায়।
জলপাইগুড়ির মালবাজার মহকুমার নিদান চা বাগানে বনদফতরের খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ৭ নম্বর সেকশনে খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখতে পান। তাঁরাই বনদফতরকে খবর দেন। এরপর মালবাজার থেকে বন দফতরের কর্মীরা সেখানে গিয়ে, চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারায় নিয়ে যান। সেসময় খাঁচার ভেতরে চিতাবাঘটি দাপাদাপি করায় মাথায় গুরুতর চোট পায়। বনদফতরের কর্মীরা জানিয়েছেন, গরুমারায় চিতাবাঘটির চিকিত্সা করা হবে। সুস্থ হলেই তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।