তিন জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পুরুলিয়ায় পৌছলেন মুখ্যমন্ত্রী
তিন জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পুরুলিয়ায় পৌছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল বেলা ১২টায় পুরুলিয়া সদরের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুকুল রায়, ইন্দ্রনীল সেন। আছেন ৩৭টি দফতরের আধিকারিকরা। সব দফতরের কাজকর্ম পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।
ওয়েব ডেস্ক: তিন জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পুরুলিয়ায় পৌছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল বেলা ১২টায় পুরুলিয়া সদরের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুকুল রায়, ইন্দ্রনীল সেন। আছেন ৩৭টি দফতরের আধিকারিকরা। সব দফতরের কাজকর্ম পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন ব্যাঙ্ক থেকে গায়েব কন্যাশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা!
পুরুলিয়া এক্সপ্রেসে রাত ১০টা কুড়িতে পুরুলিয়া স্টেশনে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে চলে যান সার্কিট হাউসে। বৃহস্পতিবার বীরভূম ও শুক্রবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।