কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

ডিএম-এসপিদের সরানো নিয়ে এবার সরাসরি কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পুলিস প্রশাসনের ওপর ভরসা করে কেন নির্বাচন করানো যাবে না, সরাসরি সেই প্রশ্নই তোলেন তৃণমূলনেত্রী।

Updated By: Mar 18, 2016, 09:16 PM IST
কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: ডিএম-এসপিদের সরানো নিয়ে এবার সরাসরি কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পুলিস প্রশাসনের ওপর ভরসা করে কেন নির্বাচন করানো যাবে না, সরাসরি সেই প্রশ্নই তোলেন তৃণমূলনেত্রী।

প্রার্থী ঘোষণার দিন বুঝিয়ে দিয়েছিলেন ভোটের দিনক্ষণ নিয়ে মোটেই খুশি নন তিনি। এরপর ভোটের দিন যত এগিয়েছে ততই কড়া হয়েছে কমিশন। ডিএম-এসপিদের কাজে যে কমিশন মোটেই সন্তুষ্ট নয়, তা বারবারই বুঝিয়ে দিয়েছেন নাসিম জাইদিরা। রাজ্যে বিশেষ পর্যবেক্ষক পাঠানো থেকে বেশ কয়েকজন জেলাশাসক ও পুলিস সুপারকে সরানো। কমিশনের একের পর এক পদক্ষেপের পর আর ক্ষোভ চেপে রাখতে পারলেন না তৃণমূল নেত্রী। রাজগঞ্জের সভায় কার্যত চাঁচাছোলা তিনি। অফিসারদের বদলি  নিয়ে ক্ষোভ থাকলেও  তিনি মোটেই উদ্বিগ্ন নন। দাবি তৃণমূল নেত্রীর। কিন্তু, এবারই তো প্রথম নয়। পঞ্চায়েত ভোটে রাজ্য দেখেছে দুই 'ম'-এর সংঘাত। লড়াই পৌঁছেছিল আদালতের দরজায়। বাহিনী নিয়ে আইনি লড়াইয়ে জিতেছিলেন মীরা পাণ্ডে। এবার বিধানসভা ভোটের মুখে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ তৃণমূল নেত্রীর।

.