রাইস মিলের বিরুদ্ধে সিবিআয়ের তদন্ত শুরু

বর্ধমান ও বাঁকুড়ার চারটি রাইস মিলের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিআইডি। অভিযোগ, সরকারের কাছ থেকে ধান কেনার টাকা নিয়েও চাল সরবরাহ করেনি রাইস মিলগুলি। কৃষকদের কাছ থেকে ধান কিনে তাঁদেরও টাকা দেয়নি।

Updated By: Mar 8, 2013, 08:14 PM IST

বর্ধমান ও বাঁকুড়ার চারটি রাইস মিলের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিআইডি। অভিযোগ, সরকারের কাছ থেকে ধান কেনার টাকা নিয়েও চাল সরবরাহ করেনি রাইস মিলগুলি। কৃষকদের কাছ থেকে ধান কিনে তাঁদেরও টাকা দেয়নি।
রাইস মিলগুলির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ কয়েকদিন আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরেই ওই মিলগুলির বিরুদ্ধে নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়। একটি রাইসমিল রাজ্যের প্রাপ্য অর্থ দিয়ে দেয়। বাকি চারটি রাইসমিলের বিরুদ্ধে সিআইডি তদন্ত শুরু হয়েছে। খাদ্য দফতরের নির্দেশে সিআইডি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।  

.