এখনই পাহাড়ে বনধ নয়, সিদ্ধান্ত মোর্চার

পাহাড়ে বনধ এবং বিক্ষোভের কর্মসূচি স্থগিত ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চা। দিল্লি থেকে ফেরার পর আজই কার্সিয়াংয়ে বৈঠকে বসে মোর্চা নেতৃত্ব। সেখানেই বনধ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

Updated By: Mar 8, 2013, 08:05 PM IST

পাহাড়ে বনধ এবং বিক্ষোভের কর্মসূচি স্থগিত ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চা। দিল্লি থেকে ফেরার পর আজই কার্সিয়াংয়ে বৈঠকে বসে মোর্চা নেতৃত্ব। সেখানেই বনধ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।
প্রথম দফায় মার্চের ১৪ এবং ১৫ তারিখ, দ্বিতীয় দফায় ২১ এবং ২২ মার্চ বনধের ডাক দিয়েছিল মোর্চা নেতৃত্ব। একই সঙ্গে আগামিকাল থেকে সব সরকারি দফতরে কাজ বনধের ডাক দেওয়া হয়। কার্সিয়াংয়ের বৈঠকে সব কর্মসূচিই স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মোর্চা নেতৃত্ব।

.