দলীয় কর্মসূচিতে হস্তক্ষেপের অভিযোগ আনল সিটু
ফের দলীয় কর্মসূচিতে হস্তক্ষেপের অভিযোগ। এবার সিটুর অনুষ্ঠানে পুলিসের উপস্থিতিতে তৃণমূলের হস্তক্ষেপের অভিযোগ উঠল। রাণিগঞ্জে সিটু আয়োজিত শহিদ দিবসের অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেসময়ই শহিদ বেদির চারপাশের লাল রং-এর গ্রিল তেরঙা রঙে রাঙিয়ে দেয় তৃণমূল কংগ্রেস।
ফের দলীয় কর্মসূচিতে হস্তক্ষেপের অভিযোগ। এবার সিটুর অনুষ্ঠানে পুলিসের উপস্থিতিতে তৃণমূলের হস্তক্ষেপের অভিযোগ উঠল। রাণিগঞ্জে সিটু আয়োজিত শহিদ দিবসের অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেসময়ই শহিদ বেদির চারপাশের লাল রং-এর গ্রিল তেরঙা রঙে রাঙিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। মুছে দেওয়া হয় সিটুর প্রতীক এবং সিটুর স্লোগানও। শহিদ সুকুমার ব্যানার্জির স্মরণে শহিদ দিবস পালন করছিল সিটু। তৃণমূলের দাবি সুকুমার ব্যানার্জিকে কোনও রাজনৈতিক দলের গণ্ডিতে বেঁধে রাখা য়ায় না। তাঁকে যাতে সবাই শ্রদ্ধা জানাতে পারেন, মালা দিতে পারেন, তারজন্যই লাল রং-এর ওপর তেরঙা রং করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।