হুগলিতে ধর্ষিত নবম শ্রেণীর ছাত্রী

ফের ধর্ষণ। ফের উত্তাল হুগলি। এবার হিন্দমোটরের শ্রমিক আবাসে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটল। গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত।

Updated By: Mar 28, 2015, 11:00 PM IST
হুগলিতে ধর্ষিত নবম শ্রেণীর ছাত্রী

ব্যুরো: ফের ধর্ষণ। ফের উত্তাল হুগলি। এবার হিন্দমোটরের শ্রমিক আবাসে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটল। গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত।

অসুস্থ ছাত্রী স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। গতকাল রাতে শ্রমিক আবাসের শৌচালয়ে যায় নবম শ্রেণির ওই ছাত্রী। তখনই ওই আবাসের এক যুবক তার মুখ চেপে পাশের একটি শৌচালয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নিগৃহীতার চিত্কারে তার বাবা ছুটে আসে। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। নিগৃহীতার বাবা তিন যুবকের নামে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত গুড্ডু ঠাকুর ও তার দাদা পিন্টু ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিস। আরেক অভিযুক্ত প্রকাশ মণ্ডলের খোঁজে তল্লাসি চলছে।

.