হল নাচ-গান, খরচ হল লক্ষ লক্ষ টাকা, মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরে তবুও মিলল না কর্মসংস্থানের দিশা

পুরুলিয়ার পর জঙ্গলমহলের অন্য দুই জেলা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরেও পর্যটন পরিকাঠামো উন্নয়ন সহ একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বেশিরভাগই আগের ঘোষিত প্রকল্পের পুনরাবৃত্তি। জঙ্গলমহলে যে সব তরুণ তরুণী অস্ত্র ত্যাগ করেছেন তাঁদের বিকল্প কর্মসংস্থানের কোনও দিশা মিলল না মুখ্যমন্ত্রীর ঘোষণায়।

Updated By: Sep 25, 2013, 10:35 PM IST

পুরুলিয়ার পর জঙ্গলমহলের অন্য দুই জেলা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরেও পর্যটন পরিকাঠামো উন্নয়ন সহ একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বেশিরভাগই আগের ঘোষিত প্রকল্পের পুনরাবৃত্তি। জঙ্গলমহলে যে সব তরুণ তরুণী অস্ত্র ত্যাগ করেছেন তাঁদের বিকল্প কর্মসংস্থানের কোনও দিশা মিলল না মুখ্যমন্ত্রীর ঘোষণায়।
প্রত্যাশামতোই পঞ্চায়েত ভোটের পর নিজের প্রথম জঙ্গলমহল সফরে গিয়ে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী প্রথম সভা করলেন বাঁকুড়ার বারিকুলের পূর্ণপানিতে। ঘোষণা করলেন একাধিক প্রকল্পের। কিন্তু যেগুলি ঘোষণা করলেন তার বেশিরভাগই পূর্বঘোষিত। জঙ্গলমহলের বিভিন্ন প্রকল্পে কর্মসংস্থানের কথাও বললেন। কিন্তু কীভাবে বা কবে তা স্পষ্ট হল না। ঘোষণা হল না নতুন কোনও শিল্পেরও।
 
বাঁকুড়ার বারিকুল বা পশ্চিম মেদিনীপুরের শিলদা। দুজায়গার ছবিটা প্রায় একই।
৫৫  লক্ষ টাকায় দুদিনে তিনটি সরকারি অনুষ্ঠান হল। প্রকল্প, কম দামে ওষুধ সব হল। কিন্তু জঙ্গলমহলের কর্মসংস্থানের কী হবে?

.