বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ
বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তিনি আত্মঘাতী হয়েছেন কি না, তাও স্পষ্ট নয়। এলাকাবাসীর অভিযোগ, বালি ব্রিজের নিরাপত্তা নিয়ে স্থানীয় প্রশাসন উদাসীন।
ওয়েব ডেস্ক: বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তিনি আত্মঘাতী হয়েছেন কি না, তাও স্পষ্ট নয়। এলাকাবাসীর অভিযোগ, বালি ব্রিজের নিরাপত্তা নিয়ে স্থানীয় প্রশাসন উদাসীন।
রাত বাড়লেই জনশূন্য হয় বালি ব্রিজ। যান চলাচলও স্বাভাবিকের তুলনায় অনেকটা কমে আসে। বালিঘাট থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে পুলিস প্রহার থাকে বটে তবে তাঁরা বেশির ভাগ সময়ই ব্যাস্ত থাকেন লরি থেকে তোলা আদায়ে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে বালি আসার পথেও ব্রিজের মুখেই থাকে পুলিস। দুই দিকেই যখন পুলিসি প্রহরা থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটে কীভাবে, উঠছে প্রশ্ন।