দেখে নিন CPM-এর সঙ্গে জোটে যেতে কোন জেলায় কংগ্রেস কটা আসন চায়

Updated By: Mar 3, 2016, 11:24 AM IST

সিপিআইএমের সঙ্গে জোটে যেতে কংগ্রেস প্রাথমিক তালিকায় ১০৭টি আসন দাবি করেছে। অধীর চৌধুরীদের দাবি, তাদের কমপক্ষে চাই ৯০ আসন। যার মধ্যে মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের ৭ জেলায় কমপক্ষে ৪৫ আসন । দেখে নিন কোন জেলায় কটা আসনে লড়তে চাইছে কংগ্রেস।

কোচবিহার জেলা--  ৩টি বিধানসভা আসন

আলিপুরদুয়ার  জেলা-  ২টি বিধানসভা আসন

জলপাইগুড়ি --  ৪টি বিধানসভা আসন

দার্জিলিং--        ২টি বিধানসভা আসন

উত্তর দিনাজপুর--    ৫টি বিধানসভা আসন

দক্ষিণ দিনাজপুর--    ৩টি বিধানসভা আসন

মালদহ --         ৯টি বিধানসভা আসন

মুর্শিদাবাদ --       ১৭টি বিধানসভা আসন

নদিয়া--          ৬টি বিধানসভা আসন

উত্তর ২৪ পরগনা--   ৯টি বিধানসভা আসন

দক্ষিণ ২৪ পরগনা--   ৮টি বিধানসভা আসন

কলকাতা--         ৬টি বিধানসভা আসন

হাওড়া--           ৫টি বিধানসভা আসন

হুগলি --           ২টি বিধানসভা আসন

পূর্ব মেদিনীপুর --     ৩টি বিধানসভা আসন

পশ্চিম মেদিনীপুর --   ৫টি বিধানসভা আসন

পুরুলিয়া    --      ৫টি বিধানসভা আসন

বাঁকুড়া   --        ২টি বিধানসভা আসন

বর্ধমান    --     ৬টি বিধানসভা আসন

বীরভূম- ৫টি বিধানসভা আসন

পড়ুন ২০১৪ লোকসভা ভোটের নিরিখে কোন কোন বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস

.