মা, ভাইকে গুলি করে আত্মঘাতী পুলিসকর্মী

সার্ভিস রিভলভার থেকে মা ও ভাইকে গুলি করে আত্মঘাতী হলেন এক পুলিসকর্মী। কলকাতা পুলিসের ওই কর্মীর নাম অনুপ রায়। বিদ্যুত্‍মন্ত্রী মণীশ গুপ্তের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।

Updated By: Feb 4, 2012, 12:00 PM IST

সার্ভিস রিভলভার থেকে মা ও ভাইকে গুলি করে আত্মঘাতী হলেন এক পুলিসকর্মী। কলকাতা পুলিসের ওই কর্মীর নাম অনুপ রায়। বিদ্যুত্‍মন্ত্রী মণীশ গুপ্তের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।
আজ ভোর সাড়ে ছ`টা নাগাদ ঘটনাটি ঘটে হুগলির চণ্ডীতলা থানা এলাকার নেলাপাড়ায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গতরাতে পারিবারিক বচসার জেরেই এই ভয়াবহ ঘটনা। রাতে বাকবিতণ্ডার সময় ভাই বিদেশ রায়কে মারধরও করেন অনুপ বাবু। ভোরে মা ও ভাইকে গুলি করেন তিনি। সার্ভিস রিভলভার থেকেই গুলি করা হয়েছে বলে অনুমান পুলিসের। এরপরেই আত্মঘাতী হন অনুপ রায়। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় মা ও ভাইকে।  অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইতিমধ্যেই কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বিদেশ রায়কে। তবে কী করে অনুপবাবু সার্ভিস রিভলভার বাড়িতে নিয়ে যান, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানউতোর। গত বুধবার মহাকরণে আত্মঘাতী হয়েছিলেন কলকাতা পুলিসের দ্বিতীয় ব্যাটেলিয়নের সহদেব মণ্ডল। পর পর এভাবে পুলিসকর্মীদের আত্মহত্যার জেরে এখন রীতিমতো উদ্বেগে পুলিসকর্তারা।

.