রবীন্দ্র মুক্ত বিদ্যালয় পরিচালনায় বহু টাকা তছরুপের অভিযোগ
রবীন্দ্র মুক্ত বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠল অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইন্সটিটিউশনে। অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে স্কুল পরিচালন সমিতি।
ওয়েব ডেস্ক: রবীন্দ্র মুক্ত বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠল অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইন্সটিটিউশনে। অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে স্কুল পরিচালন সমিতি।
পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইন্সটিটিউশনে দীর্ঘদিন ধরেই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার রয়েছে। স্কুলছুট ছাত্রছাত্রীরা এই স্কুলের মাধ্যমে পড়াশোনা চালায়। নিয়ম অনুযায়ী স্কুলের প্রধানশিক্ষকই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেন। দু হাজার নয় থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন প্রধানশিক্ষক সমীরণ কর।
সম্প্রতি অবসর নিয়েছেন তিনি। কিন্তু, স্কুল পরিচালন সমিতির অভিযোগ, অবসর নেওয়ার আগে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের হিসাবপত্র পরিচালন সমিতিতে জমা দেননি তিনি। তাই দেওয়া হয়নি নন লায়য়েবিলিটি সার্টিফিকেটও। পরিচালন সমিতির অভিযোগ, প্রায় পনেরো লক্ষ টাকার হিসাব নেই।
যদিও অভিয়োগ মানতে নারাজ অবসর প্রাপ্ত প্রধানশিক্ষক ও তাঁর সহযোগী স্বপন লাহিড়ি। তাঁরা দায় চাপিয়েছেন রবীন্দ্রমুক্ত বিদ্যালয় কর্তৃপক্ষের কাঁধেই। হিসেবে গরমিলের জেরে আপাতত সেখানে বরীন্দ্রমুক্ত বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক বিভাগে ছাত্রভর্তি বন্ধ। ভবিষ্যতে কবে ছাত্রভর্তি চালু হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।