কেশপুরে CPM-এর মিছিলে ইট বৃষ্টি, আহত জেলা সম্পাদক তরুণ রায়, অভিযুক্ত তৃণমূল

ব্যুরো:ফের CPM-এর মিছিলে হামলার অভিযোগ। এবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দলের মিছিল লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ উঠল। আহত হয়েছেন সিপিএম জেলা সম্পাদক তরুণ রায়। অন্যদিকে, সিঙ্গুর থেকে শালবনি পদযাত্রার সমর্থনে আজ সিঙ্গুরে সভা করলেন সিপিএম নেতারা।

মাস কয়েকের মধ্যে বিধানসভা ভোট। তার  আগে কর্মী সমর্থকদের তলানিতে ঠেকা মনোবল  চাঙ্গা করতে ফের রাস্তায় নামছে বামেরা। রাজ্যজুড়ে  জাঠার পর এবার সিঙ্গুর থেকে শালবনি পর্যন্ত সাতদিন ব্যাপী পদযাত্রার ডাক দিয়েছে বাম গণসংগঠন BPMO।  রবিবার সেই পদযাত্রার  সমর্থনে কেশপুর বাজারে মিছিল করে CPM। অভিযোগ সেই মিছিল লক্ষ্য করে ইট ছোড়া হয়। আহত হন সিপিএম জেলা সম্পাদক তরুণ রায়।   সিপিএম নেতাদের অভিযোগ, পুলিসের উপস্থিতিতেই হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস।

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।তাদের পাল্টা দাবি, কেশপুর বাজারে কোনও মিছিলই হয়নি।  অন্যদিকে, সিঙ্গুরেও পদযাত্রার সমর্থনে রবিবার  সভা করে BPMO। বক্তব্য রাখেন সিপিএম নেতা রবীন দেব।

পাখির চোখ বিধানসভা ভোট। তার আগে সাংগঠনিক দিক থেকে ঝিমিয়ে থাকা এলাকাগুলোই টার্গেট বামেদের। সিঙ্গুর থেকে শালবনি পর্যন্ত পদযাত্রা সেইলক্ষ্য পূরণে বাম নেতাদের কতটা ডিভিডেন্ট দেয়, আপাতত সেটাই দেখার।

English Title: 
CPI(M) Rally Attacked on West Midnapur
News Source: 
Home Title: 

কেশপুরে CPM-এর মিছিলে ইট বৃষ্টি, আহত জেলা সম্পাদক তরুণ রায়, অভিযুক্ত তৃণমূল

কেশপুরে CPM-এর মিছিলে ইট বৃষ্টি, আহত জেলা সম্পাদক তরুণ রায়, অভিযুক্ত তৃণমূল
Yes
Is Blog?: 
No
Section: