সিভিক পুলিসকর্মীর বাড়িতে ছ মাসের শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে তাণ্ডব ডাকাত দলের
গড়িয়ায় ডাকাতির ছায়া এবার বাসন্তীতেও। ছ মাসের শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে তাণ্ডব চালাল ডাকাত দল। তাও আবার খোদ সিভিক পুলিসকর্মীর বাড়িতে। বাড়ির সদস্যদের বেঁধে রেখে চলে মারধর।রেহাই পাননি মহিলারাও।
ওয়েব ডেস্ক: গড়িয়ায় ডাকাতির ছায়া এবার বাসন্তীতেও। ছ মাসের শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে তাণ্ডব চালাল ডাকাত দল। তাও আবার খোদ সিভিক পুলিসকর্মীর বাড়িতে। বাড়ির সদস্যদের বেঁধে রেখে চলে মারধর।রেহাই পাননি মহিলারাও।
সেবার এগারো মাসের শিশুকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ডাকাতরা। গলায় ছুরি ধরে চলে লুঠপাট। সেই আতঙ্ক ফিরে এল আবার।
এবার বাসন্তীর উত্তর মোকামবেড়িয়ায়। ডাকাতি হল সিভিক পুলিসকর্মীর বাড়িতে। বাড়িতে ঢুকে প্রথমেই সিভিক ভল্যান্টিয়ার শুভঙ্কর মণ্ডল সহ বাড়ির আরও চার সদস্যকে বেঁধে ফেলে তারা।তাঁদের বেঁধে রেখে চলে বেধড়ক মারধর। বাদ যাননি মহিলারাও।
ঘরে ছিল ছ মাসের একটি শিশু। সেও রেহাই পায়নি। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা বলতে গিয়ে বারবার শিউড়ে উঠছিলেন মা। প্রায় দু ঘণ্টা ধরে তাণ্ডব চলে বাড়ির মধ্যে। আলমারিতে রাখা গয়না ছাড়াও, নগদ প্রায় চার লক্ষ টাকা লুঠ হয়েছে বলে দাবি আক্রান্তদের। আতঙ্কিত এলাকাবাসীর একটাই প্রশ্ন, তাঁদের নিরাপত্তা কোথায়?কোথায় থাকে পুলিস?