গাড়ির শোরুমে ডাকাতির চেষ্টা, পেট্রোল পাম্পে হামলা, লুঠ আড়াই লক্ষ টাকা

ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমানে। বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ এক বেসরকারি নিরাপত্তারক্ষী। জখম আরও একজন। দুজনকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গভীর রাতে চার-পাঁচ জনের একটি দুষ্কৃতী দল জিটি রোডের ধারে ভাঙাকুটিতে গাড়ির শোরুমে ডাকাতির চেষ্টা করে। শোরুমের নিরাপত্তাকর্মী বাধা দিলে, ডাকাতরা গুলি চালায়। তারপর বন্দুকের বাঁট দিয়ে চলে মারধর। তাতে অসীম তা নামে এক নিরাপত্তাকর্মী জখম হন। এরপর দুষ্কৃতী দলটি শোরুমের কাছেই একটি পেট্রোল পাম্পে হামলা চালায়। নগদ আড়াই লক্ষ টাকা লুঠ করে বলে অভিযোগ। বাধা দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষী শিশির ঘোষ। তখনই দুষ্কৃতীদের গুলি লাগে তাঁর পেটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Updated By: Feb 1, 2016, 10:59 AM IST
 গাড়ির শোরুমে ডাকাতির চেষ্টা,  পেট্রোল পাম্পে হামলা, লুঠ আড়াই লক্ষ টাকা

ওয়েব ডেস্ক: ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমানে। বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ এক বেসরকারি নিরাপত্তারক্ষী। জখম আরও একজন। দুজনকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গভীর রাতে চার-পাঁচ জনের একটি দুষ্কৃতী দল জিটি রোডের ধারে ভাঙাকুটিতে গাড়ির শোরুমে ডাকাতির চেষ্টা করে। শোরুমের নিরাপত্তাকর্মী বাধা দিলে, ডাকাতরা গুলি চালায়। তারপর বন্দুকের বাঁট দিয়ে চলে মারধর। তাতে অসীম তা নামে এক নিরাপত্তাকর্মী জখম হন। এরপর দুষ্কৃতী দলটি শোরুমের কাছেই একটি পেট্রোল পাম্পে হামলা চালায়। নগদ আড়াই লক্ষ টাকা লুঠ করে বলে অভিযোগ। বাধা দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষী শিশির ঘোষ। তখনই দুষ্কৃতীদের গুলি লাগে তাঁর পেটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

.