ফেসবুকের যুগেও ডাইনি অপবাদে গ্রাম ছেড়েছে পরিবার, প্রাণনাশের আশঙ্কায় শিশুরাও
ডাইনি অপবাদে গ্রাম ছাড়তে হয়েছে আদিবাসী পরিবারটিকে। প্রতিনিয়ত চলছে প্রাণনাশের হুমকি। গ্রামবাসীদের আক্রমণের নিশানায় রয়েছে পরিবারের শিশুরাও।
চুড়কা হেমব্রম। বয়স সত্তরের বেশি। বালুরঘাটের জামরাইলে ছিল তাঁর নিজের বাড়ি ও জমি। স্ত্রী, দুই ছেলে, ছেলের বউ ও নাতি নাতনিদের নিয়ে ছিল সুখের সংসার। গত ষোলোই ডিসেম্বর গ্রামের এক যুবকের মৃত্যুর পর হঠাত্ই ডাইনি অপবাদ জোটে এই পরিবারের। গ্রামের মাতব্বরদের উষ্কানিতে গ্রামবাসীরা আক্রমণ করেন তাঁদের। কোন মতে প্রাণ বাঁচিয়ে পালান বৃদ্ধ দম্পতি।
বৃদ্ধ দম্পতিকে ভিটে ছাড়া করেও আক্রোশ মেটেনি গ্রামবাসীদের। বৃদ্ধের দুই ছেলে, তাঁদের স্ত্রী ও সন্তানদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে ভিটে ছাড়েন তাঁরাও। এর পরের ঘটনা আরও করুণ। অসহায় ওই পরিবার বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিস। টানা তেইশ দিন বাড়ি ছাড়া চুড়কা হেমব্রম ও তাঁর পরিবার। কনকনে ঠাণ্ডায় পাশের গ্রামে একটি ভাঙা বাড়িতে এখন দিন কাটাচ্ছেন তাঁরা।