জলে ডুবে মৃত্যু হল তথ্যপ্রযুক্তি কর্মীর
মৃত্যুর সত্যিই কোনও আসা-যাওয়ার নিয়ম নেই। বড়রা কথায় বলেন না, সবই নিয়তি। সেই নিয়তির টানেই বোধহয় এই দুর্ঘটনা। কারণ, জলে ডুবে মৃত্যু হল তথ্যপ্রযুক্তি কর্মীর। উত্তর চব্বিশ পরগনার টিটাগড় থানার ঘটনা এটা। মৃত তথ্যপ্রযুক্তি কর্মীর নাম কিশলয় দাস। তাঁর বাড়ি ত্রিপুরায়। কিন্তু কাজের সুবিধার জন্যই তিনি এতদিন ধরে বারাকপুরে একটি মেসে ভাড়া থাকতেন।
ওয়েব ডেস্ক: মৃত্যুর সত্যিই কোনও আসা-যাওয়ার নিয়ম নেই। বড়রা কথায় বলেন না, সবই নিয়তি। সেই নিয়তির টানেই বোধহয় এই দুর্ঘটনা। কারণ, জলে ডুবে মৃত্যু হল তথ্যপ্রযুক্তি কর্মীর। উত্তর চব্বিশ পরগনার টিটাগড় থানার ঘটনা এটা। মৃত তথ্যপ্রযুক্তি কর্মীর নাম কিশলয় দাস। তাঁর বাড়ি ত্রিপুরায়। কিন্তু কাজের সুবিধার জন্যই তিনি এতদিন ধরে বারাকপুরে একটি মেসে ভাড়া থাকতেন।
আরও পড়ুন জল মানে জীবন হলে সলিলের আবার মৃত্যু হয় নাকি!
এমনটাই জানিয়েছেন তাঁর প্রতিবেশীরা।গত রবিবার বন্ধুর বাড়িতে পিকনিকে যান তিনি। পুকুরপাড়ে খাওয়াদাওয়ার পরেই কিশলয় দাসের খোঁজ মেলেনি। গভীর রাতে জল থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন কূলের ভূষণ কতটা রাখছেন শ্রুতি!